নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে ময়না আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না আক্তার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ের উত্তর রৌহা গ্রামের জামাল মিয়ার স্ত্রী। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ময়না আক্তার মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, রাতেই ময়না আক্তারকে উদ্ধার করে পরিবারের লোকজন মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।