নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা:
মানিকগঞ্জের সাটুরিয়ায় সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও হামদ ও নাতে রাসূল (সাঃ) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়ার যৌথ উদ্যোগে সোমবার বাদ আছর সাটুরিয়া মডেল মসজিদে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
পরে বাদ মাগরিব সীরাতুন্নবী (সাঃ) আলোচনা করেন, দৌলতপুর দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওসমান গনি, সাটুরিয়ার বাজার মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম ফিরোজী, মানিকগঞ্জ কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিন। সবশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও সাটুরিয়া উপজেলার ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশ গ্রহণ করেন।