নিজস্ব প্রতিবেদন,দৈনিক খবর বার্তা:
স্মার্ট ভূমি সেবা দেওয়ার প্রত্যয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সাটুরিয়া উপজেলা ভূমি অফিস চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ভানভীর আহমেদ এর সভাপতিত্বে ভূমি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। এরপর ভূমি সেবা গ্রহিতাদের মাঝে ভূমিসেবা প্রদান করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে কোন তৃতীয় পক্ষ দালাল বা মধ্যষত্ব ভোগীদের ফাঁদে না পড়ে সরাসরি ভূমি অফিসে চলে আসবেন ভূমি অফিস আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। আপনারা নির্দিষ্ট সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন দেশের উন্নয়নে অবদান রাখুন।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মোঃ রায়হান হোসেন,সার্টিফিকেট সহকারী মোঃ সফিকুল ইসলাম,সার্টিফিকেট পেশকার মোঃ শুআইব আহমেদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মনি খানসহ উপজেলার ৯টি ইউনিয়নের ভুমি উপসহকারি কর্মকর্তা ও সেবা গ্রহণকারি নারী-পুরুষ বৃন্দ।