হৃদয় মাহমুদ রানা,নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের সাটুরিয়ায় কৈশোরকালীন পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর ) দুপুরে উপজেলার কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবার (এন,এন,এস) বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মামুন উর রশিদ।
এসময় স্বাগত বক্তব্যে ড.মামুন উর রশিদ বলেন, আমাদের ছেলেমেয়েদের পুষ্টি বিষয়ক খাবার গ্রহনে এবং তাদের স্বাস্থ্য সচেতনার বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরকেও বিশেষ খেয়াল রাখতে হবে। স্কুল পর্যায়ে মেয়েদেরকে প্রতি সপ্তাহে ১টি করে ‘আয়রন ফোলিক এসিড’ খাওয়াতে হবে। মোটকথা শিক্ষার্থীদের খাদ্য তালিকায় যাতে প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ খাবার থাকে সেদিকে আমাদের সকলের বিশেষ নজর দিতে হবে।
এসময় আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ মনিরুজ্জামান ও
ডাঃ ইনামুর রশিদসহ বিদ্যালয়ের অন্যন্য সহকারি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাঃ ইনামুর রশিদসহ বিদ্যালয়ের অন্যন্য সহকারি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।