নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা
মানিকগঞ্জ শহরস্থ বিভিন্ন পূজা মন্ডপসহ মানিকগঞ্জ সদর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম-সেবা,পিপিএম।
আজ রোববার (২২ অক্টোবর) বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, এর পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার পৌঁছে দেন তিনি ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার।
এসময় অতিরিক্ত ডিআইজি উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসানসহ মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ।