নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে সাত লক্ষ টাকা মুল্যের ৭০ গ্রাম হেরোইন।
গতকাল দুপুর সোয়া তিনটার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন চর হিজুলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চর হিজুলী এলাকার নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ আল আমিন ওরফে আলো বিশ্বাস (২৫) এবং পাঞ্জনখাড়া এলাকার আবুল কালাম মৃধার ছেলে মোঃ সুমন মৃধা (২২)।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম। তিনি জানান গোপন সংবাদে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ আসামীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।