নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম পাকুল ওরফে আগুন পাগলা ৩৩ বছর পলাতক থাকার পর অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত আগুন পাগলা বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের মুকছেদ আলীর ছেলে।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিগত ১৯৮৪ সালে বাসাইল থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ১৯৮৯ সালে আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে আগুন পাগলা ফেরারী হয়ে দেশের বিভিন্ন স্থানে নানা নামে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে এনআইডি পরিবর্তন করে মিথ্যা নাম-পরিচয়ে ৩২৯৮৭০০১৪১নং জাতীয় পরিচয়পত্র (গ্রাম-দেলুটিয়া, ডাকঘর-ভাবন দত্ত-১৯৭০, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল) বহন করা শুরু করেন।
সে বিভিন্ন মাজারে নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিয়ে ভক্তিমূলক গানে নিয়মিত অংশগ্রহণ করতেন।
র্যাব-১৪ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ দল তথ্যপ্রযুক্তি ও ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগুন পাগলা তার অপরাধ স্বীকার করেছেন। পরে তাকে বাসাইল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।