হৃদয় মাহমুদ রানা,নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জে এল,এল,বি ফাইনাল পরীক্ষা কেন্দ্র ঢাকার পরিবর্তে মানিকগঞ্জে পুর্নবহালের দাবীতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের খোন্দকার নুরুল ইসলাম ‘ল’ একাডেমির এলএল.বি ফাইনালের শিক্ষার্থীরা।
আজ রবিবার (১৮ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে মানিকগঞ্জ খোন্দকার নূরুল হোসেন “ল”একাডেমীর শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফ্রান্সিস গমেজ, লাবণ্য, উজ্জ্বল, সাকিবুল হাসান,মোঃ জাকির হাসান,রনিসহ আরো অনেকে।
মানবন্ধনে শিক্ষার্থীরা জানায়, ঢাকায় গিয়ে পরিক্ষা দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। ঢাকায় শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা সহ নানা সমস্যা রয়েছে। তাই শিক্ষার্থীদের জোর দাবী পূর্বের ন্যায় এবারেও মানিকগঞ্জে পরীক্ষা নেওয়ার দাবী তাদের। এসময় মানববন্ধনে অর্ধশতাধিক এল. এল. বি শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।