নিজস্ব প্রতিবেদক, দৈনিক খবর বার্তা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাসুদেবপুর গলায় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককরা হলো – হরিরামপুর উপজেলার ঘুনিগালা এলাকার সাইফুর রহমানের ছেলে আব্দুল জব্বার পলক (২৬) এবং রাজার কলতা (গালা) এলাকার আব্দুল কাদেরের ছেলে আজাদ (২৫)। আটককৃত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় ডিবির একটি টিম এসআই হাকিম মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে এ সময় তাদের নিকট থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এঘটনায় আসামীদের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।