মোর নিউজ, ডেস্ক: মোবাইল অ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান সফটলজি লিমিটেড নারী দিবস উপলক্ষে নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘সংকেত’ নিয়ে আসলো। অ্যাপটির ট্যাগ লাইন ‘নিরাপত্তা আমার অধিকার’।
অ্যাপ ব্যবহারকারীরা বিপদে পড়লে বা বিপদের সম্ভাবনা দেখলেই একটি বাটনে চাপ দিলেই নির্দিষ্ট ৩ জনের মোবাইলে বার্তা ও লোকেশন চলে যাবে। একই সঙ্গে ই-মেইলেও চলে যাবে। ‘সংকেত’ অ্যাপ এভাবেই বিপদ থেকে রক্ষায় সহায়তা করবে।
সফটালজি লিমিটেডের পরিচালক মো. জাকির হোসেন বলেন, আমরা মোবাইলের সুরক্ষা অ্যাপ নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমাদের থিফগার্ড অ্যাপ এরই মধ্যে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ নারী, শিশু কিংবা বয়স্ক সদস্যদের সুরক্ষা দিতে সহায়তা করবে।
তিনি বলেন, ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা চলবে আরও কয়েকদিন। পরে এ অ্যাপ নাম মাত্র শুভেচ্ছা মূল্যে বাজারজাত করা হবে।