মোর নিউজ, ডেস্ক: আওয়ামী লীগের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পথ অনুসরণ করে জনগণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল জনগণের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা। কিন্তু বঙ্গবন্ধু যখন এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছিলেন, তখনই খুনিরা তাকে হত্যা করে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ১১ জানুয়ারি মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তার সরকারি বাসভবন গণভবন থেকে বৈঠকে সভাপতিত্ব করেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মতিয়া চৌধুরী, খায়রুজ্জামান লিটন ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর মহানগর সভাপতি শেখ বজলুর রমন, ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি আবু আহমেদ মান্নাফি প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ডে জড়িতরা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। বঙ্গবন্ধু ১৯৪৮ সালে দেশকে স্বাধীন করার পরিকল্পনা করেছিলেন। পাকিস্তানে বঙ্গবন্ধুর জন্য কবর খোঁড়া হয়েছিল কিন্তু বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু পাকিস্তানিদের সামনে মাথা নত করেননি। বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কাজ শুরু করলেও ষড়যন্ত্রকারীরা তাকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেয়নি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ষড়যন্ত্র নস্যাৎ করবে দেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে।