নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাবেক ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা নাগরিক রক্ষা কমিটি। রোববার দুপুরে ঘিওর থানা প্রাঙ্গণে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এরআগে ৯ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ধারালো অস্ত্র দিয়ে লাভলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
উপজেলা নাগরিক রক্ষা কমিটির সভাপতি আল-মামুন ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা নাগরিক রক্ষা কমিটির উপদেষ্টা মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম সাগর, স্বপ্না খান ও হালিমা খাতুন প্রমুখ।
ঘিওর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি এলাকার দুপক্ষের বিরোধ চলে আসছিল। এর জেরে ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ধারালো অস্ত্র দিয়ে লাভলু আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই টিপু সুলতান বাদী হয়ে ঘিওর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ উপজেলা সদরের ঘিওর গ্রামের রনি (২২), ফুলচাঁন (২৩), সোহাগ শেখ (২১) এবং তামিম (২২) নামে চার আসামিকে গ্রেফতার করে।