নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা:
ঘন কুয়াশার কারণে ৭ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় ঘন কুয়াশার ঘনত্ব কেটে গেলে উক্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার দিবাগত রাত ১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং রবিবার দিবাগত রাত ১২টা ২০মিনিট থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী।
এরআগে ঘনকুয়াশায় ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন,কপোতী,শাহ পরান এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এই ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে কনকনে শীতের মধ্যে মাঝ পদ্মায় নোঙর করে থাকতে বাধ্য হয়।
ফেরি কুমিল্লা,বনলতা,বিএস ডাঃ গোলাম মাওলা, কেরামত আলী এবং হাসনাহেনা এই ৫টি ফেরি পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি বাইগার ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর দৌলতদিয়া ঘাটে নোঙর করে থাকে। অনুরূপ আরিচা ও কাজিরহাট ঘাটেও ফেরিগুলো যানবাহন বোঝাই করে নোঙর করেছিল।
এ সপ্তাহে পর পর দু’দিনই সন্ধ্যার পর পরই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এসময় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায় এবং ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকে বলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেন।ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে। উক্ত নৌরুটগুলোতে গতকাল রবিবার ৩ ঘন্টা ঘণকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল বলে অফিস সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কাযার্লয়ের ডিজিএম মো.নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এসময় ফেরি চালানো খুবই ঝুকিপূ্র্ণ পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরিচা-কাজিরহাট রবিবার দিবাগত রাত ১টা থেকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘনকুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৭ টা থেকে উক্ত নৌরুটগুলোতে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।