নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা:
মানিকগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোছাঃ ইয়াছমিন খাতুন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় তিনি মানিকগঞ্জ জেলায় আগমন করেন।
এসময় নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জ জেলার ঊর্দ্ধতন অফিসারবৃন্দ ফুলেল শুভেচ্ছা দেন এবং অত্র জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন (পিপিএম-সেবা) ও সদর থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স সহ অন্যান্য অফিসারবৃন্দ।