নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা:
দেশে নারী কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি, এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪ উদযাপন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ফুকুরহাটী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ফুকুরহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: জেসমিন আক্তার, ফুকুরহাটী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মাজেদুল মুকছুদ সহ আরো অনেকে। এসময় নারী কন্যার সুরক্ষা , নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, সহ নারীদের জীবন মান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। পরে ১৯৫ জন পবিরাবের মাঝে ৩০ কেজি চাউল বিতরণ করা হয়।