নিজস্ব প্রতিবেদক,দৈনিক খবর বার্তা:
মানিকগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৪ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ লাইনে মৌখিক পরীক্ষা চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামের মো. শামীম খান, মো. ইসমাইল খান ও মো. নাজমুল হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার মানিকগঞ্জ জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা ছিল। সেই মৌখিক পরীক্ষার প্রকৃত তিনজন পরীক্ষার্থীর পরিবর্তে অন্য তিনজন যুবক পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন তারা।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, এ বিষয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তিন আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।